২৯শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ | ১২ই এপ্রিল, ২০২১ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ০৬ এপ্রি ২০২১ ১০:০৪
সুনামগঞ্জ প্রতিনিধি:- সুনামগঞ্জ শহরজুড়ে জনসাধারণের মধ্যে মাস্ক ব্যবহার নিশ্চিতসহ স্বাস্থ্যবিধি মানাতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে সুনামগঞ্জ জেলা পুলিশ।
মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশজুড়ে সরকার নির্দেশিত সাত দিনের মধ্যে আজ দ্বিতীয় দিন লকডাউন চলছে। সীমিত পরিসরে প্রায় সব অফিস খোলা থাকায় লকডাউনেও অনেকটা বাধ্য হয়েই বাইরে বের হচ্ছেন পৌরবাসী। এ অবস্থায় সুনামগঞ্জ শহর জুড়ে জনসাধারণের মধ্যে মাস্ক ব্যবহার নিশ্চিতসহ স্বাস্থ্যবিধি মানাতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে সুনামগঞ্জ জেলা পুলিশ।
মঙ্গলবার (০৬ এপ্রিল) দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড, আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিকপয়েন্ট, কালীবাড়ী পয়েন্ট, মধ্যবাজার, সুরমা মার্কেটসহ বিভিন্ন পয়েন্টে মাস্ক বিতরণ করে জেলা পুলিশ। এসময় যারা সরকারি নির্দেশনা অমান্য করে দোকানপাট খুলেছিল তাদের দোকান তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া হয়েছে।
মাস্ক বিতরণে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার সাহেদ আলী খান পাঠান, সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান, ওসি তদন্ত নূরে আলম প্রমুখ।
Helpline - +88 01719305766