৪ঠা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ | ১৮ই মে, ২০২২ ইং
প্রকাশিত:শুক্রবার, ১৯ মার্চ ২০২১ ০৯:০৩
সুরমাভিউ:- মধ্যনগর থানা উন্নয়ন পরিষদ সিলেটের কার্যকরি পরিষদের এক সভা ১৯ মার্চ শুক্রবার বিকেল ৪টায় নগরীর মির্জাজাঙ্গালস্থ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি অব. ব্যাংকার মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিক্ষক তরুণ কান্তি সরকারের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অব. ব্যাংকার হাকিম উদ্দিন, ৪নং মধ্যনগর ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, মধ্যনগর থানা আওয়ামীলীগ নেতা শামীম আহমদ।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রাক্তন সভাপতি শিক্ষক মো. আমিনুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মো. বাহার উদ্দিন আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদার, হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক কাস্টমস কর্মকর্তা অঞ্জনু সরকার, সহ সাংগঠনিক সম্পাদক তাপস তালুকদার, অর্থ সম্পাদক রেখাবুল আলম সায়েম, কৃষি ও শ্রম সম্পাদক শাহজাহান কবীর, শিক্ষা ও গবেষণা সম্পাদক শিক্ষক পরেশ চন্দ্র দাস, দপ্তর সম্পাদক সংগঠক দেলোয়ার হোসেন বাবু, সহ দপ্তর সম্পাদক শিক্ষক মো. আনোয়ার হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক পিন্টু সরকার, ক্রীড়া সম্পাদক রোটারিয়ান সুমন চন্দ্র সরকার, সহ ক্রীড়া সম্পাদক ব্যাংকার বিদ্যুৎ কুমার বিশ^াস বাবলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নাট্যকর্মী দিবাকর সরকার শেখর, সহ সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শিক্ষক জীবন কৃষ্ণ সরকার, শুভানুধ্যায়ী সুনীল চন্দ্র সরকার প্রমুখ।
সভায় আসন্ন মহান স্বাধীনতা দিবস উদযাপন ও অভিষেক অনুষ্ঠান উদ্যাপনের ব্যাপারে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766