২রা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ | ১৬ই মে, ২০২২ ইং
প্রকাশিত:সোমবার, ০১ মার্চ ২০২১ ০৭:০৩
সুরমাভিউ:- গোয়াইনঘাটে সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
পহেলা মার্চ (সোমবার), গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের জামেয়া ইসলামিয়া রহমানিয়া রশিদিয়া ডৌবাড়ী মাদরাসায় এডভোকেট নাসির উদ্দিন খাঁন এর শুভাগমন উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মাদ্রাসার সভাপতি মোঃ মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য ফারুক আহমদ, জেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ গোলাপ মিয়া, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আসলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এম নিজাম উদ্দিন, সদস্য সুবাস দাস প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Helpline - +88 01719305766