স্বেচ্ছাসেবকদল শ্রীমঙ্গল-কমলগঞ্জ উপজেলা ও পৌর শাখার কর্মীসভা অনুষ্ঠিত
প্রকাশিত:মঙ্গলবার, ২৩ ফেব্রু ২০২১ ১০:০২
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা ও পৌর শাখার কর্মীসভা মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
বিকেলে কমলগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজী মুজিবুর রহমানের বাসভবনে অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গল উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক বেলাল আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক তৈয়ব মিয়া’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক জাকারিয়া আলম মামুন।
বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন মুনির, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ফরহাদ উদ্দিন, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধূরী, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আহমেদ আহাদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ সভাপতি আমিরুল ইসলাম সাহেদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ সভাপতি মুজিবুর রহমান মুজিব, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকদলের নেতা মিফতাউল কবির মিফতা, মহিউদ্দিন জারু, কমলগঞ্জ স্বেচ্ছাসেবকদলের আহবায়ক জমির আহমেদ, যুগ্ম আহবায়ক রাফি আহমেদ রিপন, রিয়াজুর রহমান রিজন প্রমূখ।