গোবিন্দনগর ফজলিয়া মাদ্রাসায় আলোচনাসভা ও দোয়া মাহফিল
প্রকাশিত:মঙ্গলবার, ২৩ ফেব্রু ২০২১ ০৯:০২
ছাতক প্রতিনিধি:- ছাতকের গোবিন্দনগর ফজলিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার দুপরে মাদ্রাসার হলরুমে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুফতি ময়ীনুল হক মুমীনের সভাপতিত্বে ও আল ফজল ছাত্র সংসদের ভারপ্রাপ্ত ভিপি হাফিজ বিলাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল-মাদনী।
সভায় কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ইসমাঈল ফারদী সুমিম ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন সৈয়দ জাবের আহমদ। এসময় মাদ্রাসার শিক্ষকবৃন্দসহ আল ফজল ছাত্র সংসদের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।