১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২রা মার্চ, ২০২১ ইং
প্রকাশিত:সোমবার, ২২ ফেব্রু ২০২১ ০৯:০২
সুরমাভিউ:- চাইনিজ উশু ফাইটার স্কুল এর ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠান ২২ই ফেব্রুয়ারী সোমবার বিকাল ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামের কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক উশু কোচ “চাইনিজ উশু ফাইটার স্কুল” এর প্রতিষ্ঠাতা প্রধান প্রশিক্ষক আনোয়ার হোসেন, চাইনিজ উশু ফাইটার স্কুলের সাবেক সহ-সভাপতি শাশ্বতী ঘোষ সুমা, কোষাধক্ষ্য তানভীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আরিফ উদ্দিন ওলি, সাংস্কৃতিক সম্পাদক রুবেল খান, সিলেট জেলা উশু খেলোয়াড় কল্যাণ সমিতির উপদেষ্টা(২) জি. এ. চৌধুরী আরমান, সোহান হোসেন, সভাপতি মহসিন হাসান, সাধারণ সম্পাদক, মো. ফেরদৌস হোসেন সায়েম, উশু সংগঠক মো. জামাল উদ্দিন, ক্রীড়ামোদী মো. মিজান আহমদ, মো. জাবেদ আহমদ, মো. সুমন, অভিভাবক জাহানারা বেগম রাজন তালুকদার, সাদিয়া আক্তার ইমরানা, মো. আমিনুল ইসলাম, শিমুল মিয়া, শাহান আহমদ, মুসলিম হাসান মিহাদ, মাছুম আহমদ হৃদয়, শাপলা আক্তার, সৌগত পাল, আজমির আহমেদ, ইমু আক্তার, কামরান আহমদ, আকাশ, নদী, তাহমিনা আক্তার, তানজিনা, কাবির, ফাহিম, শারমিন, সাথী, ইসমাইল, নয়ন, প্রান্ত, আরাফাত হোসেন।
Helpline - +88 01719305766