১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২রা মার্চ, ২০২১ ইং
প্রকাশিত:বুধবার, ১৭ ফেব্রু ২০২১ ০৬:০২
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথের কালিগঞ্জ বাজারের আলাপুর দক্ষিণের মাঠে আজ নূরুল ক্রিকেট স্পটিং ক্লাব আয়োজিত ১ম সিক্স এ-সাইড ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সুমন স্পটিং ক্লাব সদুরগাঁও (সৈয়দ পুর) এবং রানার্স আপ হয়েছে পুষ্প কলি স্পোর্টিং ক্লাব চানসিরকাপন।
ম্যান অব দ্য ম্যাচ লিটন ও ম্যান অব দ্য সিরিজ খালেদ।
টুর্নামেন্টের সভাপতি রিপন আলী সভাপতিত্বে এবং সংগঠক ফরিদ আহমদ ও ইমন আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বার্মিংহাম আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম শামীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি আশিক আলী, বিশ্বনাথ পৌরসভা ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সাংবাদিক মো. ফজল খান।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্রিয়া ব্যক্তিত্ব আব্দুল মান্নান, ব্যবসায়ী সিতাব আলী, সংগঠক সেলিম আহমদ, আব্দুল হক, ইশাদ আলীর, ক্রিকেট খেলোয়াড় আব্দুল মজিদ, মুহিদ আহমদ, জমির আহমদ। তাজুল ইসলাম, শানুর আলী, ফয়েজ মিয়া, সালেহ আহমদ, নূরুল ইসলাম, সুমন আহমদ, সায়মন আহমদ, তারেক ইসলাম প্রমুখ।
Helpline - +88 01719305766