ছাতকে জান্নাত কল্যাণ ট্রাস্টের পোষাক ও খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত:মঙ্গলবার, ১৬ ফেব্রু ২০২১ ০৭:০২
ছাতক প্রতিনিধি:- ছাতকে ‘জান্নাত কল্যাণ ট্রাস্ট’ খুরমার উদ্যোগে পোষাক, শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের খুরমা গ্রামের হাজি আব্দুল গনির বাড়ি থেকে প্রায় অর্ধশত গরীব ও হতদরিদ্র পরিবারের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়।
দুপুর থেকে খুরমা, মাধবপুর, মহব্বতপুর, মর্যাদ ও কাশিপুর-চিকনিকান্দি গ্রামের হতদরিদ্র ৪০টি পরিবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী বিতরণ করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্য প্রবাসী সেলিম আহমেদ ও তার সহধর্মিণী রুনা বেগম।
বিশিষ্ট মুরব্বী হাজি আব্দুল গনির সভাপতিত্বে বিতরণী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবী জসিম উদ্দিন, রফিকুল ইসলাম মামুন, হাজি আব্দুল কাদির, হাজি আব্দুর রুপ, আব্দুল মালিক ও উকিল আলি।