২৯শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ | ১২ই এপ্রিল, ২০২১ ইং
প্রকাশিত:সোমবার, ১৫ ফেব্রু ২০২১ ০২:০২
সুরমাভিউ:- ১৫ ফেব্রুয়ারি গণতন্ত্র হত্যা দিবস ও প্রহসনের নির্বাচনের প্রতিবাদে সারাদেশের ন্যায় সিলেটেও সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সিলেট জেলা যুবলীগ।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সিলেট নগরীর ভিবিন্ন সড়ক প্রদক্ষিন করে সিলেট জেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ ও মিছিলে সমবেত হয়।
মিছিলে নেতৃত্ব দেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো.শামীম আহমদসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি এক তরফাভাবে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করে বিএনপি। ঐ নির্বাচনে তাদের সহায়তা করে ফ্রিডম পার্টি। অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনটি বর্জন করেছিল। ঐ নির্বাচনের পর সংসদ স্থায়ী ছিল মাত্র ১২ দিন।
আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে তুমুল আন্দোলনের মুখে ৩০ মার্চ সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে নিরপেক্ষ নির্বাচন জুনে অনুষ্ঠিত হয়। এরপর হতে ১৫ ফেব্রুয়ারি প্রহসনের নির্বাচন হিসেবে চিহ্নিত হয়ে আছে।
Helpline - +88 01719305766