২৩শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ৮ই মার্চ, ২০২১ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ১১ ফেব্রু ২০২১ ০৭:০২
সুরমাভিউ:- সুনামগঞ্জে দিন দুপুরে ডাচ বাংলা ব্যাংককিং এজেন্টের ৫ লক্ষটাকা চিনতাইকালে ১ চিনতাই কারিকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্হানীয়রা।
বৃঃস্পতিবার বেলা ১ ঘটিকার সময় ধারারগাঁও এলাকায় এই ঘটনাটি ঘটে। ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এজেন্ট মিলার হোসেনের ৩৬ এজেন্ট থেকে ছোরাব হোসেন ৫ লক্ষ টাকা নিয়ে মঙ্গলকাটা ডাচ বাংলা ব্যাংককিং এজেন্টের কাছে যাওয়ার পথে ধারারগাঁও নামক স্হানে মোটরসাইকেল যুগে ৪ চিনতাই কারি ছোরাব হোসেনের টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় ছোরাবের চিৎকারে স্তানিয়রা চোটে এসে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় আমির আলী নামের এক চিনতাই কারি কে টাকার ব্যাগ সহ ধরে ফেলে স্তানিয়রা। এ সময় আরোও ৩ চিনতাই কারি দৌড়ে পালিয়ে যায়। স্হানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ আমির আলী নামের ১ চিনতাই কারিকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে জানতে চাইলে সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সহিদুর রহমান আটকের সত্যতা স্বিকার করে জানান চিনতাইয়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্তলে গেলে সুরমা ইউনিয়নের বাগমারা পুর্বপারার আলী আহমদের ছেলে আমির আলী নামের এক চিনতাই কে স্হানিয়দের সহযোগিতায় পুলিশ আটক করে পালিয়ে যাওয়া অন্যান্য চিনতাইকারিদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
Helpline - +88 01719305766