২৩শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ৮ই মার্চ, ২০২১ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ১১ ফেব্রু ২০২১ ০৬:০২
সুরমাভিউ:- বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতনের শিকার সাংবাদিক কামাল হোসেনকে দেখতে যান নেতৃবৃন্দ।
সাংবাদিক নেতৃবৃন্দ সন্ত্রাসীদের লোমহর্ষক নির্যাতনের পুরো ঘটনার বর্ণনা শোনেন আহত সাংবাদিক কামাল হোসেনের মুখ থেকে। পরে সাংবাদিক নেতৃবৃন্দ কামাল হোসেনের পরিবারের ও তাকে সান্তনা প্রদান করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন।
উল্লেখ্য, পহেলা ফেব্রুয়ারি তাহিরপুরে যাদুকাটা নদীতীরে বালু সন্ত্রাসিরা পেশাগত দায়িত্বপালনকালে মারধর করে এবং প্রকাশ্যে গাছের সাথে বেঁধে রাখে।এ ঘটনায় সারাদেশের সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার প্রকৃত বিবরণ জানতে বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ ঘটনাস্থল বিভিন্ন ব্যক্তির সাক্ষাতকার গ্রহন করে কামালের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
Helpline - +88 01719305766