২১শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ৬ই মার্চ, ২০২১ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ০৯ ফেব্রু ২০২১ ০২:০২
সুরমাভিউ:- সিলেট মহানগরীর জালালাবাদ থানা পুলিশের অভিযানে ৩ জুয়াড়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) থানার শাহপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, সোমবার রাত সাড়ে আটটায় জালালাবাদ থানাধীন শাহপুর এলাকায় কয়েকজন লোক টাকার বিনিময়ে অবৈধ ভাবে প্রকাশ্য স্থানে জুয়া খেলা করছে গোপনে এমন সংবাদের ভিত্তিতে টহল পুলিশ ঐ স্থানে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৩ জনকে পুলিশ গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৫১টি তাস ও নগদ ৬’শ ৩০ টাকা উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলো- জালালাবাদ থানার নোয়াগাঁও এলাকার মৃত কালু মিয়ার পুত্র শাহ আলম (৪৫), একই এলাকার মৃত কলমদর আলীর পুত্র আনোয়ার হোসেন (৩২), শাহপুর এলাকার মৃত ইলিয়াস মিয়ার পুত্র মোঃ তরু মিয়া (৫০)।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণের জন্য এএসআই মোঃ মানিক মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেছেন।
বিষয়টি জালালাবাদ থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা খাঁন নিশ্চিত করেন।
Helpline - +88 01719305766