২৯শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ | ১২ই এপ্রিল, ২০২১ ইং
প্রকাশিত:শনিবার, ০৬ ফেব্রু ২০২১ ০২:০২
সিলেট অফিস।। দিরাই উপজেলা আওয়ামীলীগ নেতা জগদল গ্রামের বিশিষ্ট মুরুব্বী মরহুম শফিকুন্নুর এর ছোট ভাই হাজী আকিকুননুর আর নেই,ইন্না-লিল্লাহ —–রাজিউন।
আজ শনিবার (৬ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে আট টায় সিলেট জজগন্নাথপুর হাসপাতালে শেষ নিঃশাষ ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিলো প্রায় ৬৭ বছর,তিনি ছয় সন্তানের জনক ছিলেন তিনি।
আজ বাদ আছর জগদল হাইস্কুল মাঠে মরহুমের জানাযার নামায অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য আকিকুননুর হার্ট,অতিরিক্ত ডায়াবেটিস ও শ্বাসকষ্ট রোগ নিয়ে ভুগছিলেন ।জগদল গ্রামের সম্ভ্রান্ত পরিবারের এই সন্তান রাজনীতিবীদ ও সামাজিক ব্যাক্তি হিসেবে সকলের কাছে খুবই জনপ্রিয় ছিলেন।তার মৃত্যুতে পরিচিত মহল সহ এলাকার সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
Helpline - +88 01719305766