ছাতক প্রতিনিধি:- ছাতকে ১৬ বোতল ভারতীয় মদসহ রহিদ আলী (৩০) নামের এক মাদক ব্যবসায়িকে আটক করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে থানার এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের চেগাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করেন।
এসময় তার কাছে থাকা ১৬ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করে পুলিশ। রহিদ আলী চেগাপাড়া গ্রামের মৃত তবারক আলীর পূত্র।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত রহিদ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর সোমবার দুপুরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।