২৩শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ৮ই মার্চ, ২০২১ ইং
প্রকাশিত:সোমবার, ০১ ফেব্রু ২০২১ ০৯:০২
সুরমাভিউ:- পীরে কামিল উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসীন ওয়াল মুফাস্সিরীন হযরত আল্লামা আব্দুর রহমান বর্ণী (রহ.)’র ২০তম ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে বড়লেখার ইন্তেজামিয়া কমিটি ঈসালে সাওয়াব মাহফিল কমিটির উদ্যোগে রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসা মাঠে এই ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।
হযরত মাওলানা আব্দুল আজিজ বর্ণীর সভাপতিত্বে প্রধান অতিথির বয়ান পেশ করেন হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হযরত আল্লামা গিয়াস উদ্দীন চৌধুরী ফুলতলী, আঞ্জুমানে আল ইসলাহের মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ. কে. এম. মনোহর আলী, হাই কোর্ট জামে মসজিদের খতিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারি অধ্যাপক হযরত মাওলানা আহমদ হাসান চৌধুরী, দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা বদরুজ্জামান রিয়াদ, ঢাকার কেরানীগঞ্জ আলিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মাহমুদুল হাসান সালেহী।
এছাড়াও দেশের খ্যাতনামা উলামায়ে ক্বোরাম ও পীর-মাশায়েকগণ গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন এবং হাজার হাজার মুসল্লিয়ারাও হযরত আল্লামা আব্দুর রহমান বর্ণী (রহ.)’র ঈসালে সাওয়াব মাহফিল উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766