১৯শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ৪ঠা মার্চ, ২০২১ ইং
প্রকাশিত:রবিবার, ৩১ জানু ২০২১ ১০:০১
সুরমাভিউ:- রোটারি ৩২৮২ বাংলাদেশের ডিস্ট্রিক গভর্ণর ড. বেলাল আহমদ বলেছেন, শীতার্ত মানুষ আমাদের সমাজের অংশ। সকলের সহযোগীতায় যদি একজন মানুষেরও শীত নিবারন করা যায় তাহলে সেটা হবে পূণ্যের কাজ। সমাজের সকলকে যার যার অবস্থান থেকে দুঃস্থ অসহায় শীতার্তের কল্যানে এগিয়ে আসতে হবে।
রোটারি ই-ক্লাবের উদ্যোগে জকিগঞ্জ বারহাল এলাকায় প্রায় পাঁচশতাধিক অসহায় -দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
রোটারি ই- ক্লাবের প্রেসিডেন্ট ফারেছ আহমেদ চৌধুরীর অর্থায়নে শীতার্ত মানুষের মাঝে কম্বল ও টিন, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান এনামুল হাসান খান এর অর্থায়নে সেনেটারি ল্যাপটিন, ও ভোকেসনাল ডিরেক্টর তোফায়েলের অর্থায়নে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করা হয়।
আজ রবিবার ( ৩১ জানুয়ারি) সকালে রোটারি ই- ক্লাবের প্রেসিডেন্ট ফারেছ আহমেদ চৌধুরী পিএইচএফ এর সভাপতিত্বে ক্লাব সেক্রেটারি রোটারিয়ান এনামুল হাসান খান এর পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন রোটারিয়ান পি.ডি.জি. শহীদ আহমদ চৌধুরী, লেফটেন্যান্ট গভর্নর প্রফেসর এনামুল হক, জোন কো-অর্ডিনেটর কফিন উদ্দিন বাবুল, সিপি রাসেল মাহবুব, রোটারিয়ান ইঞ্জিনিয়ার তুফায়েল আহমদ চৌধুরী, ক্লাব ট্রেইনার- রোটারিয়ান মো. মোশারফ হোসেন জাহাঙ্গীর (পিএইচএফ), ভাইস-প্রেসিডেন্ট-রোটারিয়ান ফয়সাল রানা ভূইয়া (আরএফএসএম), ভাইস-প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ আরিফ হোসেন রনি (আরএফএসএম), সানজিদা সাদিয়া সামাদ, রোটারিয়ান পিপি সৈয়দ বাহারুল ইসলাম, রোটারিয়ান আহমদ রশিদ, বিশিষ্ট ব্যবসায়ি ছারিক আহমদ চৌধুরী, জকিগঞ্জ বারহাল এর চেয়ারম্যান মুস্তাক আহমদ চেীধুরী ও ওয়ার্ড মেম্বার মখদম আলী প্রমুখ।
Helpline - +88 01719305766