১২ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২৫শে ফেব্রুয়ারি, ২০২১ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ২৮ জানু ২০২১ ১১:০১
কানাইঘাট প্রতিনিধি:- সিলেটের কানাইঘাটে ২য় গিয়াস উদ্দিন নাইট মিনিবার ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেছেন জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জেলা ক্রিড়া সংস্থার কার্যকরী পরিষদের সদস্য দৈনিক সিলেটের দিনকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মস্তাক আহমদ পলাশ।
গতকাল বুধবার রাত সাড়ে ৮টায় কানাইঘাট পৌরসভার খেয়াঘাট বাসষ্টেশন সংলগ্ন মাঠে এ টুর্ণামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
এ সময় এলাকার প্রবীণ মুরব্বী সফর আলী মেম্বারের সভাপতিত্বে ও সাবেক পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আহমদের পরিচালনায় প্রধান উদ্বোধক হিসাবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন মস্তাক আহমদ পলাশ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সমবায় বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল হোসেন বুলবুল, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক আরএ বাবলু প্রমূখ।
উদ্বোধনী ম্যাচে এ্যাডভেঞ্জার এফসি কানাইঘাটের মুখাবেলা করে সড়কের বাজার টাইগার স্পোটিং ফুটবল দল। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
Helpline - +88 01719305766