১৪ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২৭শে ফেব্রুয়ারি, ২০২১ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ২৬ জানু ২০২১ ০৬:০১
সুনামগঞ্জ প্রতিনিধি:- হাবিব বক্স স্বাধীন স্মৃতি সুনামগঞ্জ প্রিমিয়ার লীগ সিজন-২ ফাইনালে র্যমব্লার্সকে ১৫ রানের ব্যবধানে পরাজিত করে অনির্বান রয়েলস।
টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় র্যমব্লার্স। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আইকন সৌরভের ৩০, নাহিদ ২৯ ও আল-আমিনের ৯ বলে ২৮ রানের উপর ভর করে ১৪৫ রানের সংগ্রহ পায় অনির্বান রয়েলস।
জবাবে খেলতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে র্যমব্লার্স। বল হাতে বিজয় ৩,নাহিদ-২ ও সাদ্দাম ২ উইকেট লাভ করে।
ব্যাট হাতে ৯ বলে ২৮ ও বল হাতে ১ উইকেট নিয়ে অনির্বান রয়েলসের আল-আমিন ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়।
ম্যান আব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত অনির্বান রয়েলসের সাদ্দাম হোসেন।
সোমবার বিকালে হাবিব বক্স স্বাধীন স্মৃতি সুনামগঞ্জ প্রিমিয়ার লীগ সিজন-২ ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ করেণ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ শরিফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীডা সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান পীর, ক্রীড়া সংগঠক দিলারা বেগম, আনসারুল হক বাবু, নাদের আহমদ, রেজওয়ানুল হক রাজা, অলক বাপ্পা, আব্দুল্লা আল নোমান, উশা রায়, মো.বুরহান উদ্দিন, পাবেল আহমদ প্রমুখ।
Helpline - +88 01719305766