২৯শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ | ১২ই এপ্রিল, ২০২১ ইং
প্রকাশিত:শনিবার, ২৩ জানু ২০২১ ০২:০১
সুরমাভিউ:- ছাতকে খাবারে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে চুরির ঘটনায় গ্রেফতার ০২ জনকে গ্রেফতার করেে ছাতক থানা পুুুুলিশ।
ছাতক থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ নাজিম উদ্দিন সাহেবের দিক নির্দেশনায় ছাতক থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম এর নেতৃত্তে পিএসআই সাইফুর রহমান, পিএসআই এমদাদুল হক সহ ছাতক নোয়ারাই এলাকায় প্রবাসীর বাড়ীতে গত ১০/০১/২০২১ ইং তারিখ রাত্রে খাবারে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে পরিবারের সবাইকে অচেতন করে গৃহে প্রবেশ করিয়া নগদ টাকা, স্বর্নালংকার, মোবাইল সেট সহ ৫,৮৫,০০০/- টাকার মালামালা চুরির ঘটনায় জড়িত থাকায় আসামী ১। সাইদুল ইসলাম (২০) পিতা- মৃত আলকাছ আলী , সাং- পূর্ব নোয়ারাই , ২। সাইফুর রহমান সাইফ(২০) পিতা- আজিজুর রহমান , সাং- পূর্ব নোয়ারাই , থানা- ছাতক , জেলা- সুনামগঞ্জদ্বয়কে গত ২২/০১/২০২১ ইং তারিখ সন্ধা ০৫.৩০ টার সময় নোয়ারাই এলাকা হইতে গ্রেফতার করেন।
আসামীদের কে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইতেছে।
Helpline - +88 01719305766