২রা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ | ১৬ই মে, ২০২২ ইং
প্রকাশিত:সোমবার, ১৮ জানু ২০২১ ১২:০১
সুরমাভিউ:- গতকাল রবিবার ১৭ জানুয়ারি এন আর বি ব্যাংকের ১১১ তম বোর্ড মিটিং এ পরিচালনা কমিটি পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ জামিল ইকবাল নির্বাচিত হন। একই সাথে মোঃ জামিল ইকবালকে অডিট কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।
উল্লেখ মোঃ জামিল ইকবাল এন আর বি ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক এবং রিস্ক কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি বাংলাদেশের অন্যতম কন্সট্রাকশন প্রতিষ্ঠান জামিল ইকবাল লিমিটেড এর চেয়ারম্যান। মোঃ জামিল ইকবাল সিলেট জেলার শিবগঞ্জ, বোরহানবাগের সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন।
সিলেট বিভাগের সাত বারের সর্বোচ্চ করদাতা সম্মাননায় ভূষিত মোঃ জামিল ইকবাল বিয়ানীবাজার, আকাখাজনা (বড়বাড়ি) এর সন্তান।
Helpline - +88 01719305766