২রা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ | ১৬ই মে, ২০২২ ইং
প্রকাশিত:রবিবার, ১৭ জানু ২০২১ ১০:০১
অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি:- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রবি মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে বোরো ধানের সমলয়ে চাষাবাদ (Synchronize Cultivation) এর নিমিত্ত কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
রবিবার (১৭জানুয়ারি) দুপুরে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের জিলাদ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এ কার্যক্রম শুরু হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, আশিদ্রোন ইউনিয়নের চেয়ারম্যান জহর বর্ধন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, সহ সভপতি দিপংকর ভট্টাচার্য লিটন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন সহ ইউনিয়নের কয়েকশো কৃষক এবং স্থানীয় এলাকাবাসী।
Helpline - +88 01719305766