২১শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ৬ই মার্চ, ২০২১ ইং
প্রকাশিত:শনিবার, ১৬ জানু ২০২১ ১০:০১
ছাতক প্রতিনিধি:- ছাতক পৌরসভা নির্বাচনে ৯ টি ওয়ার্ডে যারা কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর তাপস চৌধুরী (পানির বোতল) সর্বাধিক ৫ম বারের মতো এ ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হলেন।
৬ নং ওয়ার্ডে টানা ৩ বার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জসিম উদ্দিন সুমেন (পাঞ্জাবী)। ৩ নং ওয়ার্ডে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন লিয়াকত আলী (পানির বোতল)। সাবেক কাউন্সিলরদের মধ্যে ৫ নং ওয়ার্ডে ইরাজ মিয়া (পাঞ্জাবী) ও ২ নং ওয়ার্ডে আফরোজ মিয়া (উটপাখি) নির্বাচিত হয়েছেন। নবাগত কাউন্সিলরদের মধ্যে ১ নং ওয়ার্ডে হাজী নাজিমুল হক (উটপাখি), ৪ নং ওয়ার্ডে রশিদ আহমদ খসরু (টেবিল ল্যাম্প), ৮ নং ওয়ার্ডে শফিকুল ইসলাম (পানির বোতল) ও ৯ নং ওয়ার্ডে হাজী ছালেক মিয়া (উটপাখি) নির্বাচিত হয়েছেন।
সংরক্ষিত আসনের তিনটি ওয়ার্ডে নূরেছা বেগম (টেলিফোন), তাছলিমা জান্নাত কাকলী (অটোরিকশা) ও রত্না মালাকার (টেলিফোন) নির্বাচিত হয়েছেন।
Helpline - +88 01719305766