৭ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ২১শে জানুয়ারি, ২০২১ ইং
প্রকাশিত:বুধবার, ১৩ জানু ২০২১ ১১:০১
সুরমাভিউ:- রোটারী-ই-ক্লাব অব ৩২৮২ এর আগামী রোটা বর্ষ ২০২১-২২ পুর্নাজ্ঞ কমিটি ঘোষণা করা হয়েছে।
২০২১-২২ ক্লাব প্রেসিডেন্ট: রোটারিয়ান এডভোকেট মোঃ আজিম উদ্দিন (আরএফএসএম), ক্লাব সেক্রেটারি: রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোঃ তুফায়েল আহমদ চৌধুরী, ক্লাব ট্রেইনার-১: রোটারিয়ান মো. মোশারফ হোসেন জাহাঙ্গীর (পিএইচএফ), ক্লাব ট্রেইনার-২: রোটারিয়ান ফারেছ আহমেদ চৌধুরী পিএইচএফ (সদ্য বিদায়ী প্রেসিডেন্ট), প্রেসিডেন্ট ইলেক্ট: রোটারিয়ান এনামুল হাছান খাঁন, ভাইস-প্রেসিডেন্ট-১: রোটারিয়ান ফয়সাল রানা ভুইয়া (আরএফএসএম), ভাইস-প্রেসিডেন্ট-২: রোটারিয়ান মোহাম্মদ আরিফ হোসেন রনি (আরএফএসএম), সেক্রেটারি: রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোঃ তুফায়েল আহমদ চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি: সানজিদা সাদিয়া সামাদ, ট্রেজারার: রোটারিয়ান মঞ্জুর আহমেদ চৌধুরী।
ডিরেক্টরস:
ক্লাব সার্ভিস: রোটারিয়ান মুহিবুর রহমান, কমিউনিটি সার্ভিস: রোটারিয়ান আব্দুল্লাহ বিন জামান চৌধুরী, ভোকেসনাল সার্ভিস: রোটারিয়ান সাহজাদা সেলিম, ইন্টারন্যাশানাল সার্ভিস: রোটারিয়ান আবিদ হোসাইন, ইয়থ সার্ভিস: রোটারিয়ান মোহাম্মদ সুলেমান ভুইয়া, বুলেটিন এডিটর: রোটারিয়ান পিপি সৈয়দ বাহারুল ইসলাম রিপন (আরএফএসএম), সার্জেন্ট এট আর্মস: রোটারিয়ান মোশাররফ হোসেন।
Helpline - +88 01719305766