মৌলভীবাজারে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত
প্রকাশিত:বুধবার, ১৩ জানু ২০২১ ০৭:০১
মোঃ তাজুদুর রহমান:- ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন বাড়ানোর লক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ জানুয়ারী) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই গ্রামে একটি বাড়ীতে মহিলাদের নিয়ে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদুর রহমান।
রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু মিয়া চৌধূরী, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ, গোরারাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি খালিছুর রহমান, মহিলা নেত্রী সামছু নাহার চৌধূরী পলি।