১৪ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২৭শে ফেব্রুয়ারি, ২০২১ ইং
প্রকাশিত:সোমবার, ১১ জানু ২০২১ ১২:০১
সুরমাভিউ:- বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সিলেট অনলাইন প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণ সম্পন্ন হয়েছে।
তফসিল অনুযায়ী আজ (১০ জানুয়ারি) রবিবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত মনোনয়ন পত্র বিতরণ করা হয়।
১১টি পদের জন্য মোট ২৩টি মনোনয়ন পত্র বিতরণ করা হয়েছে।
মনোনয়ন ফরম বাচাই করা হবে ১১ জানুয়ারি সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত। খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ১১ জানুয়িরি সোমবার রাত ৮টা থেকে ৯ টা।প্রার্থীতা প্রত্যাহার ও আপিল করা যাবে ১২ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা।
আপিল নিষ্পত্তি ও চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৩ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৭টা।
মনোনয়ন পত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী,নির্বাচন কমিশনার আফতাব চৌধুরী ও নির্বাচন কমিশনার খন্দকার সিপার আহমদ।
Helpline - +88 01719305766