১৮ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ৩রা মার্চ, ২০২১ ইং
প্রকাশিত:রবিবার, ১০ জানু ২০২১ ১১:০১
সুরমাভিউ:- বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠান রোববার বাদ মাগরিব নগরীর একটি রেষ্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়।
বিএইচআরসি সিলেট মহানগর শাখার সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক সাহাব উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিশেষ প্রতিনিধি ফারুক আহমদ শিমুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মাইনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক রুবেল আহমদ মাসুম, সাবেক নির্বাহী সভাপতি বেগম সাফিয়া খান।
আরো উপস্থিত ছিলেন আব্দুল হাদী, আব্দুল হাফিজ, বদরুল আলম তালুকদার, মানষী চৌধুরী, চয়ন পাল, রফিকুজ্জামান রফিক, আব্দুল বাছিত, শেখ জুয়েল রানা, শেখ জাবের, নাঈম আহমদ, অনন্ত, মো. ফখরুল ইসলাম, কামরান হোসেন দ্বারা, মো. কাওছার আহমদ, সৈয়দ এমদাদুল হক ফাহিম, শামীম আহমদ সিহাব, আলী হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল হাফিজ।
Helpline - +88 01719305766