১৮ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ৩রা মার্চ, ২০২১ ইং
প্রকাশিত:শনিবার, ০২ জানু ২০২১ ১১:০১
সুরমাভিউ:- আগামী ৪ঠা জানুয়ারি ২০২১ ইংরেজি রোজ সোমবার দক্ষিণ ছাতকের ঐতিহ্যবাহী ইসলামিক ও সামাজিক সংগঠন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আলীগঞ্জের ২৩ তম তাফসীরল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে।
ঐদিন আলীগঞ্জ বাজার সংলগ্ন মাঠে সকাল ১১টা হতে রাত ১০টা পর্যন্ত এ মাহফিল চলবে।
এতে তাফসির পেশ করবেন আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী পীর সাহেব টেকেরহাট মাদারীপুর সময় বাদ যোহর, ড. মাওলানা আবুল কালাম আজাদ বাশার কুমিল্লা সময় রাত ৮টা, মাওলানা ক্বারী ফিরোজ আহমদ আনসারী ঢাকা সময় বাদ মাগরিব, মাওলনা মুসলেহ উদ্দিন ফারুকী চট্টগ্রাম সময় বাদ আসর।
এছাড়াও তাফসীর পেশ করবেন প্রিন্সিপাল মাওলনা আব্দুস সালাম আল মাদানী, মাওলানা হাফিজ মাহবুবুর রহমান জালাবাদী, মাওলানা মুফতি আলী হায়দার সিলেট, মাওলনা জয়নাল আবেদিন কোম্পানীগঞ্জী, মাওলানা ইমরুল হাসান জাফরী প্রিন্সিপাল আল হিকমা জামেয়া বরাটুকা, মাওলানা হাফিজ আলী ওয়াক্কাস মুহতামীম ঝিগলী মহিলা মাদ্রাসা।
এতে সকল ধর্মপ্রাণ মুসলমানদের দলে দলে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আলীগঞ্জের প্রতিষ্ঠিতা সভাপতি উবায়দুল হক শাহীন, বর্তমান সভাপতি আলী হুসেন, সেক্রেটারি মুসলিম আলী।
Helpline - +88 01719305766