ব্যবসায়ী রাজু চৌধুরী’র ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন
প্রকাশিত:বৃহস্পতিবার, ৩১ ডিসে ২০২০ ১২:১২
মোঃ তাজুদুর রহমান:- মৌলভীবাজার সদর উপজেলার ২ নং মনুমুখ ইউনিয়নের ঘোড়াখাল, কামারখালি ব্রীজ এর নিকটে রাজু আহমেদ রাজু চৌধুরীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ১নং খলিলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের স্থানীয় এলাকাবাসী বুধবার ৩০ ডিসেম্বর সকালে।
ঘোড়াখাল, কামারখালি ব্রীজ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সরকার বাজারস্থ বাসট্যান্ডে গিয়ে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে প্রায় ৫শতাধিক লোকজন অংশ গ্রহণ করেন।
১নং খলিলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য আবু সুফিয়ান এর সভাপতিত্বে আবু নাসির চৌধুরী রিপন এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- শিবলী সাদিক, ডাঃ সুমন কান্তি ধর, সৈয়দ মুজাহিদ আলী, ফরহাদ হোসেন ও আতাউর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা হামলাকারীদের মধ্যে আব্দুল্লাহ মুন্না, এমদাদুল হক ছবুর, নিয়ামুল ও ছবুরসহ এ ঘটনায় জড়িত অন্যান্য হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।