৭ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২১ ইং
প্রকাশিত:রবিবার, ২৭ ডিসে ২০২০ ১২:১২
সুরমাভিউ:- বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি, এদেশের শ্রমিক আন্দোলনের অন্যতম সংগঠক কমরেড আবুল হোসন বিগত ১৯ নভেম্বর ২০২০ইং তারিখে মৃত্যুবরণ করেন। প্রগতিশীল আন্দোলনের রাজপথের এই লড়াকু সৈনিকের কর্মময় জীবনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির উদ্যোগে ২৭ ডিসেম্বর রোববার বিকাল ২টা ৩০ মিনিটের সময় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক শোক সভা অনুষ্ঠিত হবে।
শোকসভায় ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি।
শোকসভায় সুধীবৃন্দ, শুভাকাঙ্খী, সজ্জন সহ সংশ্লিষ্ট সকলকে যথা সময় উপস্থিত থাকার আহবান জানিয়েছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড সিকান্দর আলী ও সাধারণ সম্পাদক ইন্দ্রানী সেন শম্পা। বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766