২রা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ | ১৬ই মে, ২০২২ ইং
প্রকাশিত:শনিবার, ১৯ ডিসে ২০২০ ১০:১২
সুরমাভিউ:- রায়হোসেন কলবাখানী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে কালাপাথর ফুটবল একাডেমীর খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ করা হয়েছে। শনিবার (১৯) ডিসেম্বর বাদ আসর কালাপাথর মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রায়হোসেন কলবাখানী সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রায়হান আহমদ সহ অন্যান্য অতিথিবৃন্দ খেলোয়াড়দের মধ্যে এই জার্সি বিতরণ করেন।
জার্সি বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রায়হোসেন কলবাখানী সমাজকল্যাণ সংস্থার যুগ্ম সম্পাদক আলমাছ আহমদ শুকুর, সমাজসেবক ফেরদৌস হোসেন সুমন, ক্রীড়ানুরাগী মাসুদ খান, ফরহাদ খান রুবেল, কালাপাথর ফুটবল একাডেমীর প্রধান কোচ মো. আজিজুর রহমান মিটন, সহকারি কোচ এহসান আহমদ, পরিচালক আরিফ আহমদ প্রমুখ।
জার্সি বিতরণকালে বক্তারা বলেন, খেলাধূরার মাধ্যমে যুব সমাজকে মাদকের নেশা থেকে বিরত রাখা যায়। আজকের যুব সমাজই আগামী দিনের নেতৃত্বেদানকারী। এক সময় এখান থেকে হয়তো যে কোন খেলোয়াড় জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে। সিলেট থেকে অনেক খেলোয়ার এখনও জাতীয় দলে খেলাধুলা করছেন। আমরা আশা করি হয়তো এখান থেকে একদিন খেলোয়াড়রা সিলেটের সুনাম বৃদ্ধি করবে।
Helpline - +88 01719305766