২৩শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ৮ই মার্চ, ২০২১ ইং
প্রকাশিত:শনিবার, ১৯ ডিসে ২০২০ ০৬:১২
সুরমাভিউ:- সাবেক প্যানেল মেয়র-১ কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন মালনী ছড়া ৩য় ধাপের উন্নয়ন কাজ শেষ হলে এ এলাকা দর্শনীয় এলাকায় পরিণত হবে।
ইতি মধ্যে দুই ধাপে মালনী ছড়া উন্নয়ন কাজ শেষ হয়েছে। এই শীত মৌওসুমের মধ্যে ৩য় ধাপের কাজ শেষ হবে আশাবাদ ব্যক্ত করে বলেন, মালনীছড়া এলাকা দর্শনীয় স্থান হিসেবে পরিনত হওয়ার পাশাপাশি চা এলাকা বেষ্টিত মালনীছড়া পর্যটকদের জন্য আকর্ষনীয় স্থানে পরিনত হবে।
শনিবার দুপুরে মালনীছড়া ৩য় ধাপে আরসিসি রিটেনিং ওয়াল নির্মান কাজের উদ্বোধন কালে তিনি একথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী আবু বকর, রুম্মান আহমদ চৌধুরী, আহমদ মুনির চৌধুরী, মো আহমেদ ইসলাম সাদি, এহসানুল মজিদ চৌধুরী সানী, জাহিদ হাসান পাবেল, মাকিন আহমদ, নাজমুল ইসলাম চৌধুরী, মো সুফি, মো ফাহিম আহমদ, স্বচ্ছ আহমদ প্রমূখ।
Helpline - +88 01719305766