২৩শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ৮ই মার্চ, ২০২১ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ১৭ ডিসে ২০২০ ০৭:১২
সুরমাভিউ:- মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ের প্রথম প্রহরে হিলুয়াছড়া চা-বাগানে শহীদ মিনারে একাত্তরের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করেছেন চা-শ্রমিক ও রাবার শ্রমিকবৃন্দ।
১৬ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটের সময় রাগীব রাবেয়া প্রাথমিক স্কুলের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, হিলুঢাছড়া চা-বাগানের বিমল গঞ্জু, মদন গঞ্জু, সজল ব্যানার্জী, রনজীত বাউড়ী, ডালিম ফুরাজি, সুজন মিয়া, জয়েন্তি চন্দ্র, মায়ামণি গঞ্জ। তেলীহাটি বাগানের, আব্দুল খালিক, জালাল, আমিনুল, রাজন, কদির, বিব্দ্রম গোয়ালা, শুশান্ত গঞ্জু, বারেক মিয়া, মিলন মুন্ডা, শিবু বাউড়ি, কৃষ্ণ ব্যানার্জী, হরেন ভৌমিক প্রমুখ।
Helpline - +88 01719305766