‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজার জেলায় ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ উদযাপন করা হয়েছে।
শনিবার ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন কর্তৃক আলোচনা সভা এবং প্রেজেন্টেশন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন,অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মোঃ মামুনুর রশীদ,সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।