১৮ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ৩রা মার্চ, ২০২১ ইং
প্রকাশিত:রবিবার, ১৩ ডিসে ২০২০ ০৬:১২
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:- সিলেটের কোম্পানীগঞ্জে ৩৪৫ বোতল ফেন্সিডিলসহ মো: আমির হোসেন (২৩) নামের ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানার পুলিশ। সে কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা (লামা গ্রামের) মৃত: আছদ্দর আলীর ছেলে।
শনিবার ৭.৪৫ মিনিটে কোম্পানীগঞ্জ থানার এসআই মনজুরুল আলম ও এএসআই মোঃ আলমগীর হোসেনসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ কলাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, আমির হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় কোম্পানীগঞ্জ থানার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ এসব ফেন্সিডিল নিয়ে আসে। সে দীর্ঘদিন যাবৎ সীমান্ত এলাকা থেকে মাদক নিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। রবিবার তাকে যথারীতি মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।
Helpline - +88 01719305766