এ সময় উপস্হিত ছিলেন , কমলগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর রাসেল মতলিব তরফদার (ফখরু)। কাউন্সিলর জনাব রাসেল মতলিব তরফদারের একান্ত প্রচেষ্টার ফলে উক্ত গভীর নলকূপটি বরাদ্দ হয়। নির্মাণাধিন হযরত শাহ আজম (রহ.) হিফজুল কোরআন দরগাহ মাদরাসা ও ওলীয়ে কামিল হযরত শাহ আজম (রহ.) মাজার শরীফের পক্ষ থেকে উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক মোঃ রফিকুর রহমান স্যারকে মোবারকবাদ জানানে হয়।
আরো উপস্থিত ছিলেন কুমড়াকাপন হযরত শাহ আজম (রহ.) দরগাহ জামে মসজিদের ইমাম হাফেজ মাওঃ ক্বারী মোঃ ইয়াছিন আলী ও জুয়েল আনছারীসহ প্রমুখ।