২০শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ৫ই মার্চ, ২০২১ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ০৩ ডিসে ২০২০ ০৭:১২
দিরাই প্রতিনিধি।।
সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল গ্রামে ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
বুধবার (২ ডিসেম্বর) উপজেলার জগদল জাতীয় মাঠে বিকেলে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।
খেলা শুরুর আগমুহূর্তে অকাল প্রয়াত জগদল এ টিম ফুটবল ক্লাবের অধিনায়ক উজ্জ্বল আহমদ ও টিমের সদস্য রিপন মিয়ার আত্নার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়
খেলায় নাড়ায়নকুরি ফুটবল ক্লাবকে হারিয়ে টুক দিরাই ফুটবল ০১ গোলে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন সাবেক রেফারি আব্দুন নূর মাস্টারে ছেলে তোফায়েল আহমেদ ।
খেলায় পুরস্কার দাতা হলেন সরকারি ঠিকাদার আবু সাহেদ,জগদল ইউপি ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফয়সল হাসান,মুজাহিদ তালুকদার।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথির বক্তব্য রাখেন এলাকার মুরুব্বিয়ানগণ।
অনুষ্ঠানের বক্তব্যে অতিথি বৃন্দ বলেন, তরুণ সমাজকে এগিয়ে নিতে খেলাধুলার প্রয়োজন। খেলাধুলা দেহ সুস্থ ও সবল রাখে। ফলে শারীরিক ভাবে খেলোয়াড়গন সুস্থ থাকেন। মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই বলেও মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা। তিনি যুব সমাজকে রক্ষা করতে বেশি বেশি করে খেলাধুলার আয়োজন করার অনুরোধ জানান।
Helpline - +88 01719305766