শুক্রবার সন্ধায় র্যাব-৯ সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরিফুল ইসলাম, লেঃ কমান্ডার ফয়সল আহমদ, অতিঃ এসপি মোঃ সামিউল আলম এবং এএসপি মোঃ আব্দুল্লাহ এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার দক্ষিন সুনামগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে পাগলা বাজার হইতে ২৮.৭ কেজিগাঁজা , ০১ টি প্রাইভেট কার ও ০২ টি চাবি, ০১ টি মোবাইল ও ০১ টি সিমকার্ড, নগদ ৪৯০/- টাকাসহ সিলেট জালালাবাদ থানার কিক্তগাঁও গ্রামের ফুসিয়ার মিয়ার ছেলে বদরুল আমিন কে আটক করা হয়।
জব্দকৃত আলামত এবং আটককৃত বদরুল আমিনের বিরোদ্ধে দক্ষিন সুনামগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ মামলা দায়ের করা হয়েছে।