শুক্রবার (৬ নভেম্বর) শ্রীমঙ্গল চৌমুহনায় বেলা ১১ ঘটিকায় সারাদেশের ন্যায় শ্রীমঙ্গলে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এর মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
অনিক ভট্রাচার্যের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ সভাপতি বিকাশ রঞ্জন দেব, মাস্টার পাড়া দুর্গা পূজা সংসদের সম্পাদক ফনি ভূষণ রায় চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা মহাজোটের সম্পাদক লিটন দেব, সহ সম্পাদক তিমির বণিক, শ্রীমঙ্গল সম্মিলিত নাট্য পরিষদ এর সভাপতি রজত শুভ্র চক্রবর্তী, মানবাধিকারকর্মী এস কে দাশ সুমন, সিলেট বিভাগের হিন্দু মহাজোটের সাংগঠনিক সম্পাদক গোবিন্দ গোস্বামী, তরুন যুব সংঘের সাধারণ সম্পাদক দিগ্বিজয় রায় আকাশ, সাংস্কৃতি কর্মী নিতেশ সুত্রধর, মৌলভীবাজার হিন্দু ছাত্র মহাজোটের সাবেক সভাপতি নিকুঞ্জ মোহন শর্মা এবং শ্রীমঙ্গল উপজেলা হিন্দু মহাজোটেরর উপজেলা শাখা, পৌর শাখা ও হিন্দু মহাজোটের ছাত্র শাখার সদস্যরা এই মানববন্ধনে একাত্বতা ঘোষণা করেন।